আজকে ChatGPT কে বলেছিলাম -
Explain Bitcoin Ordinals in Bengali. প্রত্যুত্তরে ChatGPT কি জানালো সেটা নিচে দিলাম। কেউ মর্মোদ্ধার করতে পারলে জানাবেন।

বিটকয়েন অর্ডিনালস হল একটি স্পেশাল ডিজিটাল সিকুয়েন্স, যা বিটকয়েন ব্লকচেইনের কিছু আর্কিটেকচার স্পেসিফিক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। এই অর্ডিনালস দ্বারা ডিজিটাল স্যান্ডার্ড অপারেশনে ভাগ বা পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট মান একবার মান নির্ধারণ করা হয়। এই মান পরবর্তীতে ব্যবহৃত হয় বিটকয়েন ট্রানজেকশনের ক্ষেত্রে স্পেশাল হ্যাশ ফাংশনের মাধ্যমে ট্রানজেকশনের আইডি তৈরি করার জন্য। এই ভেক্টরগুলি বিটকয়েন ট্রানজেকশন পরিচালনার প্রতিটি পর্যালোচনায় উপযুক্ত একটি অনন্য স্বাক্ষর তৈরি করে।
আপনারাও ChatGPT কে একই প্রশ্ন করে জানাতে পারেন আপনাদের কি জবাব দেয়।
পরীক্ষা নিরীক্ষার জন্যে কিছু Bitcoin Ordinal বানিয়ে দেখতে চাই। বিনামূল্যে Bitcoin Ordinal বানানো যায় এমন কোনো tool জানা আছে কি কারো?