Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 10/03/2023, 16:42:09 UTC
Edited Out
আপনার পোস্টগুলো আমি ঠিকমত বুঝতে পারতেছি না। ফোরামের যেকোনো লোকাল থ্রেড অথবা লোকাল বোর্ডে যে কোন প্রকার ট্রান্সলেটর ব্যবহার করা নিষিদ্ধ। আপনি শুধুমাত্র ট্রান্সলেটর ব্যবহার করে কোন পোস্ট করতে পারবেন না। কিন্তু আমি আপনার যতগুলো পোস্ট দেখছি এই পর্যন্ত সব গুলো পোস্ট গুগল ট্রান্সলেট ব্যবহার করা হয়েছে। আমি জানিনা আসলে আপনি বাংলাদেশী কিনা। বাংলাদেশী হয়ে থাকলেও আপনার ফোনে বাংলা কিবোর্ড আছে কিনা তা আমার জানা নেই। আমি আশা করব অনেকেই আমার সাথে একমত হবেন। দয়া করে গুগল ট্রান্সলেট ব্যবহার না করে নিজে টাইপ করে লিখুন। এতে করে সবাই আপনার পোস্টগুলো বুঝতে পারবে এবং গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবে। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পোস্টে কি লিখেছেন আপনি নিজেও বুঝবেন না।