Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 10/03/2023, 16:47:07 UTC
আমি একবার জিজ্ঞেস করেছিলাম ভিটালিক বুটেরিন নিয়ে বাংলায় কিছু বলতে। ও আমারে বলে ভিটালিক বুটেরিন বিটকয়েন আবিষ্কার করছে  Grin চ্যাটজিপিটি ইংরেজিতে তথ্য দেয়ার সময়ো ভুল করে থাকে।

হাহা, এমন অনেক ভুলভাল তথ্যই পাওয়া যাবে। কারণ অনলাইনের ডাটাবেজে এমন অনেক ভুল তথ্য রয়েছে।  Wink


Utopia - P2P Ecosystem এর পক্ষে একটি ফ্রি রাফেল ছেড়েছেন।

এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।  Smiley