Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Bountyes
on 11/03/2023, 03:11:08 UTC
⭐ Merited by ahmim (1)
বিটকয়েন কেনার নিষেজ্ঞা
এখনকার সময়ে  ব্যাংকের কার্ড দিয়েই কেনা যাচ্ছে ভার্চ্যুয়াল মুদ্রা বা বিটকয়েন। বিটকয়েন কেনা যাচ্ছে দেশে বসে। কিন্তু এমন লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 09-03-2023 বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এতে ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে যেন এ ধরনের লেনদেন করা না যায়।


মোবাইল ব্যাংকিংয়ে আর্থিক ঝুঁকি আছে। স্ক্যামের শিকার কেউ মোবাইল ব্যাংকিং ব্যাবহার করে অপরাধীকে টাকা পাঠালে তাকে আর ধরা সম্ভব হয়না। মোবাইল জিনিসটাই একটা ঝুঁকি, ইন্টারনেটও বড় রকমের ঝুঁকি, ইন্টারনেট কম্পিউটার মোবাইল দিয়ে টাকা হ্যাক হলে বাংলাদেশে ফেরত পাওয়ার সম্ভাবনা শূণ্য। তাহলে কেনো সরকার এগুলো বন্ধ না করে বিটকয়েন আর পেপ্যালের পেছনে লেগে আছে?