আমি বিটকয়েন ফোরামে নতুন হাওয়ায় বুঝতে পারছি না কিভাবে সোর্স লিংক হাইড করে বসাতে হয়।
অনেক বড় ভাইদের পোস্ট দেখেও বুঝতে পারিনি। অনেকে দেখেছি যে পোস্ট করেছে তার নিচে সোর্স লিংক দিয়েছে। তাদের সোশলিঙ্কে শুধু সোর্স দেখা যাচ্ছে। আর সেখানে ক্লিক করলে পুরো লিংকে নিয়ে যাচ্ছে।
আমিও সেইরকমভাবে সোর্স লিংক দিতে চাই কিন্তু কিভাবে দেব কেউ যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো।
ধন্যবাদ।