Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 11/03/2023, 19:48:11 UTC
~
আপনি হয়তো খুবই চিন্তায় আছেন কিংবা লস/ক্ষতি হয়েছে কিংবা আমার কথাটি বুঝতে পারেন নাই। 
না ভাই চিন্তায় নাই, কিন্তু দেখেন ভাই অনেকেই বলছে হয়তো বিটকয়েন এখানেই শেষ হয়ে যাবে, অথবা ক্রিপ্টো কারেন্সি এ বছর হয়তো আর টিকবে না। আমি মূলত আপনাকে মেনশন করে তাদেরকে বোঝাতে চেয়েছি। হ্যাঁ তবে একটা বিষয়  খুবই গুরুত্বপূর্ণ যা আপনি উল্লেখ করেছেন Stable coin যদি রিজার্ভে থেকে থাকে তবে সেটা বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া বর্তমানে স্টেবল কয়েনগুলোতে বিশেষ করে ইউএসডিসি (USDC) নিয়ে মানুষের মনে অনেক ভয় ঢুকে গেছে। তাই তাদের ক্ষেত্রে  Stablecoin বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়াটাই ভালো হবে।
ভাই ভয় পেয়ে আর লাভ নেই, যা হারানোর তাতে অনেক আগেই হারিয়ে ফেলেছি এখন আর হারানোর ভয় নেই। যতগুলো ইনভেস্টমেন্ট আছে আমার সবগুলোতে হাজার ডলার করে লস হয়েছে। তাই যতই ডাম্পিং সিচুয়েশন আসুক না কেন এখন আর ভয় লাগেনা।