Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Painlife
on 12/03/2023, 08:06:23 UTC
⭐ Merited by Coin63$ (1)
USDC কয়েন এর দাম কেন কমে যাচ্ছে

USDC হল একটি স্ট্যাবলকয়েন যা মার্কিন ডলারের সাথে পেগ করা।USDC বর্তমানে মার্কেট মূলধনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম স্ট্যাবলকয়েন এবং এটি তার ইতিহাসের অধিকাংশ সময় ধরে এই অবস্থানটি ধরে রেখেছে। স্টেবল কয়েনের ডিপেগ হওয়া মানে তার মূল্য মার্কেটে ওই স্টেবলকয়েনের রেফারেন্স এসেট বা কারেন্সির চেয়ে দাম কমে যাওয়া। ইউএসডিসির বর্তমান দাম দেখা যাচ্ছে ০.৯৩৯৩ ইউএস ডলার (আমরা লক্ষ্য করেছিলাম এর দাম সর্বনিম্ন ০.৮৭ এ নেমেছিল), যেটা মূলত ১ ইউএস ডলার হওয়ার কথা। যেহেতু তার রেফারেন্স কারেন্সি হচ্ছে ইউএসডি।