Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 12/03/2023, 16:07:49 UTC
সিলিকন ভ্যালি ব্যাংকে সার্কেল তথা USDC ইস্যুয়ার কম্পানির ৩.৩ বিলিয়ন ডলার থেকে যায়। যেহেতু উক্ত ব্যাংক কলাপ্স করছে, সার্কেল এর রিজার্ভ মানিটাও আটকে গেছে। যার কারনে, USDC এর দাম কমতে থাকে।


আমি এটা নিয়ে একটা বিস্তারিত পোষ্ট লিখতে চাইছিলাম। এখন কয়েন আলাপ থেকে পড়ে আসলাম। যেহেতু আপনি পোষ্ট করেছেন, আমি আপনার এটার সাথে আরেকটু এড করতে চাই। আশা করি USDC কেনো ডি-পেগ হলো, তা সবাই বুঝে গেছেন। আপনারা নিশ্চই খেয়াল করেছেন যে, USDC এর সাথে সাথে আরো কয়েকটি স্ঠাবল কয়েনের একই দশা। যার মধ্যে DAI, USDD এবং Fei USD অন্যতম। DAI এর ৫৩ শতাংশ wrapped USDC. আবার অন্যদিকে Fei USD পুরুটাই DAI Backed. যার জন্য USDC ডিপেগ এর সাথে সাথে DAI এবং Fei USD ডিপেগ হয়ে গেছে। USDD তো মনে হয় সারা বছরই ডিপেগ হতে থাকে। এটা গুটি কয়েক শিটকয়েন Backed স্টাবল কয়েন। যেটা জাস্টিন সান (TRX CEO) এর কোম্পানি।