আমি এই সংবাদটি পরেছি এবং দেখেছি। সার্কেল একটি টুইটে বলেছে যে সিলিকন ভ্যালি ব্যাঙ্কে USDC রিজার্ভের $40 বিলিয়ন ডলারের মধ্যে $3.3 বিলিয়ন ডলার রয়েছে। আপনি সংবাদটি দেখে আসুন তাহলে অবশ্যই বুঝতে পারবে কিসের কারণে USDC মার্কেট এতটা কমে গিয়েছে।
সংবাদ পরুন বাংলায় সংবাদ থাকতে আমাদের কেন ইংরেজিতে পড়তে হবে ভাই

বাংলায়
ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনআলাপ এই সংবাদ গতকাল তাদের ওয়েবসাইটে লিখেছে। বিস্তারিত-
সিলিকন ভ্যালি ব্যাংক ক্রাইসিস; ঝুঁকিতে USDC স্টেবলকয়েনসিলিকন ভ্যালি ব্যাংকে সার্কেল তথা USDC ইস্যুয়ার কম্পানির ৩.৩ বিলিয়ন ডলার থেকে যায়। যেহেতু উক্ত ব্যাংক কলাপ্স করছে, সার্কেল এর রিজার্ভ মানিটাও আটকে গেছে। যার কারনে, USDC এর দাম কমতে থাকে।
যাই হোক, আসল কথা হল
স্টেবলকয়েন বলতেই ঝুঁকি। এলগরিদম বেইজড স্টেবলকয়েন থেকে শুরু করে ডলার বেইজড বলেন আর যাই বলেন। এইগুলো থেকে দুরে না থাকলে যে কোন সময় ঘুম থেকে উঠে দেখবেন পোর্টফলিওতে কয়েন/টোকেন আছে কিন্তু সেগুলোর ভ্যালু নেই।
জ্বী ভাই বাংলা নিউজ রয়েছে কিন্তু আমি ইংরেজি নিউজ পরেছি যে জন্যে বাংলা লক্ষ্য করেনি। তবে পরবর্তীতে আমি বাংলা নিউজ থেকেই ইনফরমেশন শেয়ার করবো।
তবে আমার মনে হচ্ছে USDC এর দাম যদি এইভাবে কমতে থাকে তাহলে একসময় দেখা যাবে UST এর মতো স্কাম হবে। তাহলে আবারো ক্রিপ্টো মার্কেটে একদম ধোঁয়াশা নেমে যাবে।