আসসালামু আলাইকুম
আমি পোস্ট করি কিন্তু autometic ডিলেট হয়ে যায়। এর কারণ কি? কেউ বলতে পারবেন??
পোস্ট বিভিন্ন কারণে ডিলিট হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ গুলো হলোঃ
১। অফ টপিক
২। স্প্যামিং
৩। একই রোতে অনেকগুলো পোস্ট করা অর্থাৎ অন্যের পোস্ট এর আগেই নিজে পোস্ট করা।
৪। যেই ভাষার টপিক সেই ভাষায় না লিখে অন্য ভাষায় লেখা।