Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Anaul93748
on 14/03/2023, 13:55:49 UTC

[/quote]
@shasan
ভাই দয়া করে আপনারা যারা সিনিয়র আছেন তারা রুলস জারি করে দেন যাতে এখানে কেউ এক লাইনে পোস্ট না করে। বাংলাতে ভাই পোস্ট ঘুরিয়ে ফিরিয়ে একটু বড় করে লেখা যায়। আপনারা তো ভাই জানেন আমাদের বাংলা বোর্ড যদি অন্যান্য বোর্ডের মত স্বতন্ত্রভাবে যাত্রা আরম্ভ করতে চায় তাহলে কিন্তু এই এক লাইনের পোস্টগুলো আমাদের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে। আমরা এখানে যারা নতুন আসি তারা ২/৪ লাইনের মধ্যে পোস্টগুলো রাখার চেষ্টা করবো।
তবে একটি বিষয় দেখে খুব আনন্দিত হচ্ছি, আমাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে ইতোমধ্যে অনেকগুলো অ্যাক্টিভ মেম্বার জয়েন হয়েছে এবং তারা প্রতিনিয়ত এই ফোরামে পোস্ট করে যাচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যতগুলো মোট পোস্ট হয়েছে মার্চ মাসের অর্ধেক এসে সেই সমতুল্য পরিমাণ পোষ্ট ইতোমধ্যে হয়ে গেছে। যারা নতুন এ আসছেন তাদেরকে জানাই অনেক অনেক সাধুবাদ কেননা আপনাদের একান্ত পরিশ্রমই পারে এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডকে সুউচ্চস্থানে নিয়ে যেতে।

গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি

আপনারা নিজেরা দেখতে চাইলে: ninjastic.space হেল্প নিতে পারেন।

[/quote]

আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেক আনন্দিত হলাম যে আমাদের এই থ্রেড এর মধ্যে একটিভ মেম্বার গুলো যোগ হচ্ছে এবং পোস্টের সংখ্যাও আগের মাসের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।