Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Bountyes
on 14/03/2023, 15:28:13 UTC
বিটকয়েনের সবুজ ছায়া



আলহামদুলিল্লাহ অনেকদিন পর সবুজ ছায়া। বিটকয়েন 26k হয়েছে। বিটকয়েন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।সম্ভবত জুলাই মাসের ১১ তারিখ ২০২২ সালে বিটকয়েনের দাম 26k ছিলো। এর পরে আর বিটকয়েনের দাম 26k আসেনি। কিন্তু আজ ১৪ মার্চ ২০২৩ সালে বিটকয়েনের দাম 26k + হয়েছে। আমি এটি দেখে খুব আনন্দিত।  আমি আশা করি খুব শীঘ্রই বিটকয়েনের বাজার খুব ভালো হবে। বিটকয়েনের দাম অতি শীঘ্রই বৃদ্ধি পাবে।