এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
প্রথমে যেই পোস্ট টা কোট করবেন, সেটার Quote বাটচে চেপে কোট করবেন। এটা করার পর, যদি অন্য কোনো পোস্ট কোট করতে চান, পোস্ট না করেই নিচের দিকে স্ক্রল করে আপনার কাংখিত পোস্ট টি খুজে বের করুন যেটা আপনি কোট করতে চান, আমি এই লেখা টি লেখার সময় স্ক্রিনশট নিলাম, ছবি তে দেখুন!

আপনার পোস্ট এর আগের পোস্ট টাই shasan ভাইয়ের। ধরেন আমি ওনাকে কোট করে কিছু বলতে চাই, Insert Quote বাটনে ক্লিক করুন। ওনার পোস্ট টি আপনার পোস্ট লেখার বক্সে চলে আসবে। তারপর আপনি যা বলতে চান, সেটা ওনার পোস্ট শেষ হবার পর কোট এর বাইরে লিখবেন। যেই টুকু রাখতে চান, সেই টুকু রাখতে পারেন। আবার পুরোটাই রেখে পোস্ট করতে পারেন।