Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 15/03/2023, 05:42:42 UTC
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
আপনি মনে হয় একাধিক পোস্ট Quote করে পোস্ট করতে চেয়েছেন
আপনাকে আমি কয় একটা Step দিতাছি অনুসরণ করতে পারেন।
প্রথমে আপনি,যার পোস্টে Quote করে পোস্ট করবেন।  নিচের ছবি টি ফোলো করতে পারেন।

এইভাবে কোট করে লিখে আপনি যা মনে চায় লিখবেন, পোস্ট অনুযায়ী। লেখা হলে আপনি এই Quote করে পোস্ট লিখে কপি করে নিবেন,,, আমি ছবি টা দেই নিছে ফলো করতে পারেন।

আপনি চাইলে এভাবে একটা পোস্ট Quote করে কপি করে রেখে আবার Again আরেক পোস্ট কোট করে পোস্ট লিখবেন। লিখা হলে আবার যে আপনি আগের Quote করা পোস্ট কপি করে রাখছিলেন সেই পোস্ট pasts করে দিবেন। 

এভাবে যদি না করতে চান তাহলে আপনি পদক্ষেপ আছে আমি যে পদক্ষেপ তা আপনার জন্য সহজ হবে আমি মনে করি।