জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
আসলে তখনই ভালো লাগে যখন শুনতে পাই আমাদের বাংলাদেশী একজন ভাই ভালো একটা পজিশনে উঠেছে। দোয়া করি ভাই আপনি যেন অতি শীঘ্রই ভালো একটা অবস্থানে উঠতে পারেন। অবিরাম ভালোবাসা ভাই আপনারা সিনিয়র ভাইয়েরা আমাদের মত ছোট ছোট ভাইদের কে সবসময়ই সহযোগিতা করে থাকেন। সব সময়ই আপনি আমাদের পাশে থাকবেন। কোন বিষয়ে আমরা অবগত থাকলে তা আমাদের শিখিয়ে ও বুঝিয়ে দিবেন।
আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল।