Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Terrible99
on 15/03/2023, 10:27:34 UTC
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
https://img001.prntscr.com/file/img001/XYUgO1RFSmCQgQkM9AnX3A.png
কংগ্রাচুলেশন দোয়া করি আপনি জীবনে আরও বড় কিছু করেন