জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
বিগত কয়েক মাসের মধ্যে আপনি এবং লিটল মাউস ভাই লিজেন্ডারি হয়েছেন।
আপনারা দুইজন আবার ডিটি মেম্বার ও। আপনারা ধীরে ধীরে এলাইট পারসন হয়ে যাচ্ছেন। আশা থাকবে আরো অনেক বেশী উন্নতি করবেন।
কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখা যাক।
shasan ভাই সবচেয়ে বেশি মেরিট পেয়েছেন (১ মাসে) ফেব্রুয়ারী ২০২৩ - ১১২ টি
সবচেয়ে বেশি মেরিট দিয়েছেন ও (১ মাসে) ফেব্রুয়ারী ২০২৩ - ২৪ টি
সবচেয়ে বেশি মেরিট পেয়েছেন ট্রেডিং ডিসকাশন বোর্ড থেকে (৪৬%)
সবচেয়ে বেশি মেরিট দিয়েছেন ও ট্রেডিং ডিসকাশন বোর্ড এ (৩৭%)

আর মেরিট ক্লাউডে তো দেখাই যাচ্ছে কারা কারা মেরিট দিয়েছে -
