Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
roksana.hee
on 15/03/2023, 17:24:08 UTC
⭐ Merited by shasan (1)
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।



আর হ্যাঁ ভাই আপনাদের মত যারা লিজেন্ডারিতে আছেন তাদেরকে দেখে আমরা অনেক উৎসাহিত হই এবং যারা নতুন জয়েন করতেছে তারা অনেক উৎসাহ নিয়ে কাজ শুরু করবে। আপনারা হলেন বাংলাদেশ লোকাল থ্রেডের গর্ব। আপনাদের এই অবদান বাংলাদেশ লোকাল থ্রেট কোনদিনও ভুলবেনা। বিশেষ করে কয়েকজনের নাম উল্লেখ না করলেই না যাদের অবদান বাংলাদেশী লোকাল থ্রেটের জন্য অভূতপূর্ব।

@BitCoinDream
@shasan
@Little Mouse
@Crypto Library
@LDL