জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
https://img001.prntscr.com/file/img001/XYUgO1RFSmCQgQkM9AnX3A.pngঅভিনন্দন বড় ভাই আমার। আপনি অনেকদিন ধরে এই বিটকয়েনটক ফেরামে অন্তভূক্ত ছিলেন বলেই আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। আমরা যদি আপনার মতো দৈর্য্য ধরে এই বিটকয়েনটক ফেরামে লেগে থাকি তাহলে আমরাও একদিন আপনার মতো সফলতা অর্জন করতে পারবো। আপনি বাংলাদেশ এই লোকাল থ্রেডে অনেক গুলোই পোস্ট করেছেন। এই পোস্ট গুলো দেখে অনেকেই উপকৃত হয়েছে। আমিও আপনার পোস্ট গুলো দেখে অনেক কিছুই শিখতে পেরেছি। যেমন : আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমি পোস্ট করি কিন্তু autometic ডিলেট হয়ে যায়। এই প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন।
https://bitcointalk.org/index.php?topic=631891.msg61909033#msg61909033এতে আমি অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ বড় ভাই। দোয়া করি আরো এগিয়ে যান।