জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
https://img001.prntscr.com/file/img001/XYUgO1RFSmCQgQkM9AnX3A.png অভিনন্দন Shasan বড় ভাই। আপনি এগিয়ে যান। আপনার এই যায়গায় যাওয়া এক একজনের সপ্ন। আমারো সপ্ন আছে আমি আপনার পর্যায়ে যেতে না পারলেউ আপনার কাছা কাছি থাকার।আমিও এই থ্রেড এর হয়ে কাজ করে যেতে চাই। জানি আমার জার্নিটা অনেক কঠিন হবে তবুও আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম ভাই। আরো এগিয়ে যান। আমাদের বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যান।