Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Terrible99
on 16/03/2023, 13:59:49 UTC
আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন ধন্যবাদ সবাইকে