Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 16/03/2023, 23:50:52 UTC
⭐ Merited by tjtonmoy (1)

প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

ধন্যবাদ আপনাকে এইটা তুলে ধরার জন্য। এখন কাজে না লাগলেও যখন বিটকয়েন অনচেইন লেনদেন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন ট্রাঞ্জেকশন এক্সিলেটারের প্রয়োজন হয় হরহামেশাই। আগে কিছু ফোরাম মেম্বার এই কাজটা ফ্রিতে করে দিত।
যাই হোক, ওরা (মাইনার) আসলে কিভাবে কম ফি এর একটা লেনদেন কনফার্ম করতে পারে? মাইনারদের কাজ হল নতুন ব্লক খুজে পাওয়া। একটি ব্লকে লেনদেনের সকল তথ্য থাকে। তবে কোন লেনদেনগুলি উক্ত ব্লকে থাকবে, মাইনার সেটা আগেই নির্বাচন করে নেয়। এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।