সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন
#Off Topic
আমি মানলাম আজ মুসলিমদের গুনাহ মাফ করার শ্রেষ্ট দিন । কিন্তু দেখেন ভাই এইটা বিটকয়েনের ফরম এইখানে আপনি ফেসবুকের মত স্ট্যাটাস দিয়ে কিছু লিখতে পারেন না । যাই লেখেন না কেন সেইটা যেনো বিটকয়েনকে কেন্দ্র করে হয়। হয় এখানে আপনি কাউকে বিটকয়েন সম্পর্কে কিছু সেখান বা আপনি নিজে বিটকয়েন সম্পর্কে নতুন কিছু শেখেন। অবশ্যই আপনি রোজা দাওয়াত সবাইকে দিতে পারেন কিন্তু এইসব জায়গায় কি আর দেওয়া ঠিক হবে ? যেখানে যে টপিক নিয়ে আলোচনা করা হয় সেখানে সেই টপিক নিয়েই আলোচলা করা ভালো । আপনি এইসব যেকোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন ।
আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন ।
আমি নিজেও একজন মুসলিম