সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন
#Off Topic
আলহামদুলিল্লাহ
আজকে চলে গেলো আরেকটি গুনাহ মাফের গরীবদের হজ্বের দিন। আল্লাহ আমাদের সবটি রোজার রাখার তৌফিক দান করুক আমিন। ধন্যবাদ ভাই রোমজান মাসের অগ্রীম শুভেচ্ছা দেওয়ার জন্য।
বড় ভাই এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করা হয়। এইখানে এই পোস্ট দেওয়া সাজে না। রোজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এটা ভালো কাজ তবে এইখানে এইরকম পোস্ট না দেওয়াই ভালো। আমরা সবসময় চেষ্টা করবো যে জায়গায় যে পোস্ট প্রজয্য সেখানে সেই পোস্ট দেওয়ার। আমার মতে আপনি আমাদের সবাইকে রোজার দাওয়াত দিয়েছেন এতে আমি খুশি। কিন্তু সিনিয়ার ভাইয়ারা বিটকয়েন ব্যতীত অন্য কোনো পোস্ট এইখানে দিতে নিষেধ করেছেন।তাই আমরা চেষ্টা করবো এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করার।
আমার কোথায় কষ্ট পেলে দয়া করে মাফ করে দেবেন।