ভাই আমার কাছে কোনো পোস্ট ভালো লাগলে আমি অবশ্যই মেরিট দেই যদি এসমেরিট থাকে তাহলে। বাইরের বোর্ড গুলা তে মেরিট দেইনা বললেই চলে। আমর হেল্প হচ্ছে এমন পোস্ট গুলা তে আমি মেরিট দিয়ে থাকি অথবা মানসম্মত পোস্ট যেগুলা। আপনাদের পাশেই আছি ভাই। সুন্দর সুন্দর পোস্ট করবেন, অবশ্যই সাপোর্ট করব।
কথাটি শুনে অত্যন্ত ভালো লাগলো। দোয়া করি আপনি অতি শীঘ্রই সিনিয়র মেম্বার হয়ে উঠবেন। আপনারাই আমাদের পাশে থাকবেন, আপনাদের কেই পাশে থাকা লাগবে। কেননা অন্য দেশের ভাইয়েরা আমাদের কে সাপোর্ট খুব একটা করবে না।
আমরা যারা নতুন আছি আমরা এখনো সকল বিষয়ে জানা শোনা না। কোন দিকে চললে আমাদের উন্নতি হবে সে বিষয়ে শিক্ষা দিবেন। আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে সেভাবে চলবো ও উন্নত করার চেষ্টা করব।