আসসালামু আলাইকুম
আমি একটি সমস্যায় পড়েছি। আমি ৩০ টি Activity বানাতে পারছি না। এবং আমার আইডি jr member হচ্ছে না। কেউ কি বলতে পারবেন? Jr member আইডি বানাতে কতো দিন সময় লাগে? সবার কাছে সাহায্য চাই।
ধন্যবাদ
অ্যাকাউন্ট খোলার প্রথম ২৮ অ্যাক্টিভিটি ২৮ টা পোস্ট করলে বেড়ে যায়। কিন্তু পরে আবার ঠিকই ১৪ দিন পর ৪২ অ্যাক্টিভিটি হবে যদি আপনার পোস্ট ৪২ টা দেওয়া থাকে। ধরে নিন আপনার যদি ১৪ দিন পর ৩৫ টা পোস্ট দেওয়া হয়েছে, আপনার ৩৫ এক্টিভিটি হবে। আপনি যদি শুধু পোস্ট করতে থাকেন অ্যাক্টিভিটি বাড়বে না। নির্দিষ্ট ১৪ দিন পর পর অ্যাক্টিভিটি বেড়ে থাকে। তাই ভাই চিন্তার কারন নাই আপনি মানসম্মত পোস্ট করতে থাকেন। নির্দিষ্ট সময় হলে আপনা আপনি অ্যাক্টিভিটি বেড়ে যাবে।