আসসালামু আলাইকুম
আমি একটি সমস্যায় পড়েছি। আমি ৩০ টি Activity বানাতে পারছি না। এবং আমার আইডি jr member হচ্ছে না। কেউ কি বলতে পারবেন? Jr member আইডি বানাতে কতো দিন সময় লাগে? সবার কাছে সাহায্য চাই।
ধন্যবাদ
ওয়ালাইকুমুস সালাম। আপনি যেটাকে সমস্যা মনে করতেছেন সেটা আসলে কোন সমস্যাই না।
Jr মেম্বার এর জন্য যেসব রিকোয়ারমেন্ট দরকার তার একটি আপনার পূরণ হয়েছে। আর একটিভিটি পূরণ না হওয়ার কারণ হলো এক্টিভিটি একটা নির্দিষ্ট টাইম সাইকেলে বাড়ে ১৪ দিন পর পর ১৪ টি করে অ্যাক্টিভিটি বাড়ে । তো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে আপনার অলরেডি 28 টি একটিভিটি হয়ে গিয়েছে। আর কিছুদিন ধৈর্য ধরে থাকুন jr মেম্বার হয়ে যাবেন।