krogothmanhattan ৫০৬তম ফ্রি রাফেল নিয়ে এসেছেন। যেখানে যে কেউ যারা ১ ফেব্রুয়ারি পূর্বে একাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে একটাই শর্ত দেওয়া আছে সেটা হল একাউন্ট অবশ্যই ১ ফেব্রুয়ারি আগে নিবন্ধন থাকতে হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা ঝটপট আবেদন করে ফেলুন।
আমি আপনার এই পোস্টটা দেখে খুবই অবাক হইলাম যে, আপনি ৩১ শে জানুয়ারির পরিবর্তে পহেলা ফেব্রুয়ারি ছাড়া অন্য কোন কিছু চেঞ্জ করেন নাই। অর্থাৎ সম্পূর্ণ কপি পেস্ট করেছেন যা ফোরামের নীতির বিরুদ্ধে এটা আপনারও আমার উভয়ের জন্য বিপদের কারণ হতে পারে। সেটা হতে পারে একাউন্ট ব্যান্ডের ক্ষেত্রে অথবা নেগেটিভ ট্রাস্ট এর ক্ষেত্রে। অনেকেই মনে করতে পারে যে দুইটা অ্যাকাউন্ট একজন ব্যক্তি চালায়। রেফারেন্স পোস্ট অর্থাৎ এই লিংক থেকে কপি পেস্ট করা হয়েছেঃ
https://bitcointalk.org/index.php?topic=631891.msg61901618#msg61901618