Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Bountyes
on 23/03/2023, 05:17:13 UTC
সবার জন্য সুখবর আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহে বিটকয়েন প্রায় ১০ হাজার প্লাস বেড়েছে আর কিছুদিনের মধ্যে বিটকয়েন ৪০ হাজার প্লাস হবে আমরা সবাই বাংলাদেশ ফ্রম এ অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ পোস্ট করে আমরা আমাদের এই ফর্মটাকে আরো এগিয়ে নিয়ে যাব

ইনশা আল্লাহ। কয়েকদিন যাবত সবুজ ছায়ায় ভরে গেছে। লালের ছায়া মুছে গেছে। বর্তমান বিটকয়েন ২৭,৩৭৪ আছে। আগামীকাল ২৮k অবস্থান করেছিলো। বিটকয়েনের বাজার আগের থেকে অনেক ভালো হতে চলেছে। দিন দিন বিটকয়েনের দাম বেড়েই চলেছে। আমি আশা করি জুলাই মাসের মধ্যে ৩৫k+ অবস্থান করবে।