Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
bladee
on 23/03/2023, 06:32:26 UTC
আমি এই প্রথম একাউন্ট খুলে বাংলাদেশ বোর্ডে আমার প্রথম পোস্ট করতে পেরে আমি অনেক আনন্দিত।আমি একজন বাংলাদেশি কিন্ত লেখা পড়ার বেস্ততায় আমি আমার দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে অবস্তান করে আছি।আমি বেশ কিছু দিন যাবত বাংলাদেশ বোর্ড সহ সকল বোর্ডের উপরে নজর রাখছি।আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি এই সব বোর্ড থেকে।বাংলাদেশ এর কিছু মেম্বার রয়েছে যাদের কারোনে বাংলদেশ বোর্ডের আগের থেকে এখন অনেক এগিয়ে যাচ্ছে।আশা করি এই সব জ্ঞানী মেম্বার গুলো বাংলাদেশ বোর্ডের আরো উন্নতি করতে পারবে।