Deutsche Bank মাএ 1 সপ্তাহে 32% কমছে, 24 ঘন্টায় 9% কমেছে সম্ভবত কিছুই...🤨
ব্যাংকগুলোর অবস্থা খারাপ, তাই হওয়ার ছিল। সাতোশি নাকামোতো এমনি এমনি বিকল্প খোজেন নি অবশ্যই। আমরা ব্যাংকে আমাদের কষ্টার্জিত টাকা জমা রাখি নিরাপদ মনে করে, তারা আমাদের টাকা নিয়ে লোন দেয় অন্য মানুষকে। অন্য মানুষ ফেরত দিতে না পারলে কিংবা ব্যাংকের কোন আর্থিক ক্ষতি হলে আমাদের টাকা ফেরত দেয়ার জন্য তারা কি কোন পরিকল্পনা রাখে? অবশ্যই না। বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে হলে বাংলাদেশ ব্যাংকে সম্ভবত ৫০০ কোটি টাকা জামানত রাখতে হয়। কিন্তু একটি ব্যাংক এর চেয়ে অনেক বেশি লেনদেন করে। আমাদের টাকার নিরাপত্তার কথা ভেবে তারা কিন্তু নিজেদের কাছে কিছুই রাখে না, সবই অন্যান্য মানুষকে ধার দেয়। খারাপ কিছু হলে চিপায় পরে গ্রাহকরা। এইরকম সিস্টেম কলাপ্স করা উচিত। আমরা শুধুমাত্র ট্রেইলার দেখলাম আমেরিকা থেকে। শীঘ্রই অনেক ব্যাংক দেউলিয়া হতে থাকবে।