Rank: member
Merits needed for Full member: 09
আপনি অনেক দূর পর্যন্ত গিয়েছেন। তাই আর মাত্র ৯ টা মেরিট আপনার পেতে খুব বেশি সময় লাগবে না। আপনি খুব দ্রুত ফুল মেম্বার হয়ে যাবেন আপনাকে আগাম শুভেচ্ছা।
আপনাকে ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে, বাংলা কমিউনিটির সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এজন্য সকল মেম্বার আমাকে সাপোর্ট করার জন্য আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
অভিনন্দন আপনাকে ফুল মেম্বার হয়ে গেলেন। দোয়া করি আপনি আরো বড় হন। আমাদের নতুনদের পাশে থাকবেন আমাদেরকে সবসময়ই সহযোগিতা করবেন।

[/quote]
@All member এর প্রতি আমি কৃতজ্ঞ জানাই। কারণ সিনিয়র ভাই রা যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি কখনো ফুল মেম্বার রাংক অর্জন করতে পারতাম না। বিশেষ করে ফুল মেম্বার হওয়ার পরে আমার মন অনেক খুশি হয়েছে। এবং আপনাদের সাপোর্ট পেলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন।