Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 25/03/2023, 12:53:10 UTC

আশঙ্কায় আছি আমাদের বাংলাদেশের ব্যাংক সমূহ নিয়ে সবগুলোর অবস্থায় তো নড়বড়ে রয়েছে যা কিছু সঞ্চয় আছে  তার সিংহভাগই এসব ব্যাংকে জমা রেখেছি।  ইউরোপ আমেরিকার হাল দেখে আমাদের অবস্থা যে কি হবে সেটা ভাবতেছি। সম্পূর্ণ ফান্ড বিটকয়েন এ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত রয়েছে কারণ এর হাই ভোলাটি এর কারণে দরকারের সময় প্রবলেম করতে হবে দেখে।  এখন মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট বানানোর ছাড়া আর কোন উপায় নাই, জায়গা জমি কেনা ইত্যাদি।
এইটা ভুল সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে টাকা রাখার মানে হয় না। আপনি গোল্ড অথবা বিটকয়েন এ রাখতে পারেন। বিটকয়েন এ ডলার কস্ট এভারেজ মেথড ফলো করুন, সেটা ভালো হবে। ব্যাংকে টাকা রাখাটা বর্তমানে কেন, কোন সময়ই আসলে ভালো সিদ্ধান্ত নয়।