Rank: member
Merits needed for Full member: 09
আমি এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি। আমার মাত্র কিছু মেরিটের জন্য আমি নতুন রাঙ্কে অবস্থান করতে পারছি না। আমার মনে এমন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দয়া করে আমাকে যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে আমি উচ্চ রেঙ্কে চলে যাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@tjtonmoy
@LDL
@Review Master
@Bitcoin_people
@Mr corol
@learn bitcoin
আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি মুহূর্তের মধ্যে নতুন রেঙক দেখতে পাবেন যেটি দেখার জন্য আমার মন উতলা হয়ে আছে।
আপনারা আমার এই বিষয়টি মাইন্ডে নিয়েন না, যদি আমার এই পোস্টের মাধ্যমে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ফোরামের নিয়ম বহির্ভূত কোন কাজ হোক আমি সেটা চাই না। তবে আপনারা বিষয়টি অন্যভাবে নিয়েন না।
Count Down link:
https://bitcointalk.org/index.php?topic=5445913.msg61958075#msg61958075আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের বাংলা ফরমের একজন ইউজার নতুন রেংক গ্রহণ করেছেন। আপনি হয়তো আপনার রেংক বৃদ্ধি করার জন্য অনেক চেষ্টা করেছেন পরবর্তীতে আপনি সফল হতে পেরেছেন। একটি আইডি এর পেছনে অনেক শ্রম দিতে হয় এবং পরবর্তীতে সফল হওয়া যায় আপনি আপনার অনেক পরিশ্রম করার পর Full member র্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। আপনার এখানেই থেমে থাকলে চলবে না আপনাকে আরো পরবর্তী পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনি আরো মেধা অর্জন করুন এবং আমাদের ফোরামে সময় দিন। অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন এবং আমাদের বাংলা বোর্ডের সকলকে অবশ্যই সাপোর্ট দিবেন। ধন্যবাদ