Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.Member
on 25/03/2023, 16:10:51 UTC
পবিত্র রমজান মাসে আমরা কেউই ইফতার ও সেহেরির খানার ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও এই ফোরামে শেয়ার করব না। কারন কিছু মানুষ আছে তাদের সাধ্য নেই ভালো ইফতার ও সেহেরির খানার ব্যবস্থা করতে। তারা এই খানা গুলো দেখে মনে মনে অনেক কষ্ট পাবে। এই কথার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন।