আমরা যদি কোন টপিক পোস্ট করি। তখন টপিকের শিরোনাম নাম নিয়ে চিন্তা করি না। মাথায় যা আসে তাই দিয়ে দেই। কোন টপিক পোস্ট করার আগে অব্যশই টপিকের শিরোনামটি ভালোভাবে গুছিয়ে লিখতে হবে।
আমার কোন টপিক পোস্ট করার সময় কিভাবে টপিকের শিরোনাম লিখব।
নিচে তার উদাহরণ দেওয়া হল।
১. পোস্টের শিরোনাম সংক্ষিপ্ত এবং ৪০ ক্যারেক্টার মধ্যে রাখা ভালো।
২. শিরোনাম যত ছোট করা যায় এবং শিরোনামে পোস্ট এর মূল বক্তব্য রাখতে হবে।
৩. শিরোনামটি অ্যাটাকটি করা। যাতে শিরোনাম নাম দেখে সবাই পোস্টটি
পড়তে আগ্রহ দেখায়।
৪. শিরোনামে এই শব্দ বর্জন করা উচিত। যেমন: "খুব, মূলত, তাই, ঠিক, সত্যিই,"
৫. কোন সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা উচিত নয়। কারন সংক্ষিপ্ত শব্দের সাথে সবাই পরিচিত নাও থাকতে পারে।
আমি আগে এইগুলা অনুসরণ করতাম না। এখন থেকে অনুসরণ করব।
বিশেষ দ্রষ্টব্য : বড় ভাইরা কেমনে একটা পোস্টের শিরোনাম নাম লেখেন তা আমাদের সাথে শেয়ার করবেন।