আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏
আমি আপনাকে বলবো না যে আপনি বিটকয়েন আইডি কেনেন। কেননা আপনি আইডি কিনে কিছু করতে পারবেন না।কারন আপনার পূর্বের কোন অভিজ্ঞতা নাই যদি থাকতো তাহলে আপনি নিজেই খুঁজে বের করতে পারতেন। যেহুত আপনার এই জায়গার আগে কোন অভিজ্ঞতা নাই। শুধু শুধু আপনার টাকা গুলো নষ্ট হবে। আমি আপনাকে বলবো আপনি যদি এইখানে নতুন হয়ে থাকেন। তাহলে ধৈর্য ধরেন আপনি কিছু দিন গবেষণা করেন। দেখবেন আপনি একদিন সফল হবেন। বিটকয়েন আইডি কেনা মানে বোকামি করা আমি মনে করি। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট কিনলেন কিছু দিন পর আপনার একাউন্ট টি ব্যান হয়ে যেতে পারেন। কারন আপনার এর আগে এর রুলস সম্পর্কে আপনার ধারনা নাই। টাকা দিয়ে কিছু হয় না নিজের অভিজ্ঞতাই সব। তাই অভিজ্ঞতা অর্জন করেন। সফলতা আপনা আপনি আসবে।
আপনার কথাগুলো ঠিক কিন্তু আমি আইডি কিনতে চাই কিভাবে কিনবো এইটা বলুন দয়া করে 🙏🙏
আমি সঠিক বলতে পারবো না তবে কয়েকটা টপিক দেখছি যারা আইডি সেল করার জন্য কয়েকটা টপিক খুলে রাখছে। আমি জানি না তারা ট্রাস্টেড কি না। এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। আপনি এই টপিক গুলো দেখতে পারেন।
https://bitcointalk.org/index.php?topic=1669636.80https://bitcointalk.org/index.php?topic=1669636.60আপনি ভালোভাবে রিচার্জ করে বড়ভাইদের সাথে কথা বলে কোন ডিল কইরেন। বড়ভাই দের সাথে কথা না বলে কোন কিছু কইরেন না। আমি আবারো বলতেছি এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। তবে যাই করবেন চিন্তা ভাবনা করে দেখবেন। আমি শুনছি এগুলো বেশিরভাগ ফল্ট বা ভুয়া হয়।
বর্তমানে বিটকয়েন টক আইডি কেনার কোন প্রশ্নই আসেনা, এটা বিটকয়েন ফোরাম রুলস এটাকে না , না করলেও এটাকে নিরুৎসাহিত করেছে।
যিনি আইডি কিনতে চাচ্ছেন তার নিকট আমার প্রশ্ন যে আইডি কিনে কি করবেন ? আইডি কিনে যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান তাহলে এটা জেনে রাখুন যে ফোরামে অনেক ডিটি মেম্বার আছে যারা মালিক ট্রান্সফার বা একাউন্ট কেনা বেচা আইডেন্টিফিকেশন করার জন্য। আর একবার তাদের চোখে পড়লে আর অভিযোগ প্রমাণিত হলে লাল ট্যাগ কনফার্ম । সো এইসব চিন্তায় যাবেন না নিজে নিজের একাউন্ট করুন টাইম নেন কিন্তু নিজের একাউন্ট নিজে করুন অন্তত নতুন কিছু শেখা হবে।
আর ভাই যারা তাকে টপিকগুলো সাজেস্ট করতেছেন তারা কি দেখেছেন যে থ্রেড খুলেছে সে অলরেডি রেট ট্যাগ খেয়ে বসে আছে?