আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏
ভাই আইডি কেনা থেকে বিরত থাকুন।। এটা Bitcointalk এর নিয়ম এর বাইরে।। ভাই শুরু থেকে কিছু শুরু করুন ।। এর আনন্দ আলাদা ।। আমি bitcointalk এ January 17, 2023 এ এসেছি ।। যা প্রায় ৩ মাস সময় এটা অনেকের কাছে অনেক দীর্ঘ সময় ।। কিন্তু আমি নতুন হিসাবে এই ৩ মাসে অনেক কিছু শিখেছি এবং এই শিক্ষার মধ্যে দিয়ে আমার অ্যাচিভমেন্ট হলো ৩ টি মেরিট ।। যা আমাকে Bitcoin forum এ এগিয়ে যেতে উৎসাহ যোগায় ।। ভাই এই ছোট ছোট অ্যাচিভমেন্ট এর আনন্দ উপভোগ করতে শিখুন ।। বিশ্বাস করেন ভাই
এই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো অনেক বেশি আনন্দ এবং সস্তির কারণ ।। যা থেকে ভবিষ্যতে অনেক বড় কিছু আছিভমেন্ট হবে ইনশাআল্লাহ।।