Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.Member
on 28/03/2023, 05:55:06 UTC
বিটকয়েন  আবিষ্কার

২০০৯ সালে, “Satoshi Nakamato” নামের একজন ব্যাক্তি বিটকয়েনের আবিষ্কার করেছিলেন।

তবে, সেই সময় বিটকয়েন এর জনপ্রিয়তা ও লোকপ্রিয়তা আজকের সময়ের মতো কখনোই ছিলোনা।
Wikipedia.org ওয়েবসাইটের মতে, যখন ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার করা হয়েছিল, তখন ২০০৯ থেকে ২০১০ এর ভেতরে, ১ বিটকয়েন এর মান (value) প্রায় কিছুই ছিলোনা।

তবে, ২০১০ সালের মার্চ মাসে, ১ বিটকয়েন সমান $0.003 এবং জুলাই মাসে $0.008–$0.08 ভেতরে থাকে।

তারপর, ২০১২ সালের পর প্রায় ২০১৩ সালের থেকে,  ১ বিটকয়েনের মান তীব্র গতিতে বৃদ্ধি পায়।

Visit link: https://banglatech.info/what-is-bitcoin-in-bangla/