গত কয়েকদিন দেখছি অপ্রয়োজনীয় পোস্টের ছড়াছড়ি। মাইনিং নিয়ে কথা বলছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন অথচ নিজেই জানেন না মাইনিং কি। কিংবা ওয়ালেট নিয়ে গুগল ট্রান্সলেটর এর সাহায্যে আর্টিকেল দিচ্ছেন যার আগামাথা কিছুই নেই। এছাড়াও সাতোশি নাকামোতো বিটকয়েন আবিষ্কার করেছেন সেটাও জানাচ্ছেন। এইগুলো কি আসলেই কোন দরকারী পোস্ট? বিটকয়েন কে আবিষ্কার করছে সেটা সবাই জানে। নতুন করে এইখানে বলার কি আছে। এইসব একেবারে অপ্রয়োজনীয় আলোচনা আমাদের সত্যি বলতে কোনভাবেই আলাদা বোর্ড এনে দিবে না, বরং আমাদের পিছিয়ে দিবে। মেরিট হান্টিং এর জন্য যারা এসব করছেন তাদের উদ্দেশ্যে বলা- এইভাবে ১-২টা মেরিট পেলেও সামনে আর যাবেন না যদি না আপনি কিছু শিখেন। এইখানে শেখার বেস্ট প্লেস কিন্তু আপনারা চেষ্টা না করলে এইখান থেকে কিছুই জানতে পারবেন না।