Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 29/03/2023, 16:53:22 UTC
⭐ Merited by Crypto Library (1) ,Little Mouse (1)
TryNinja র সুপার নটিপায়ার বট কে কে ব্যাবহার করেন?
আমার মনে হয় অনেকেই ব্যাবহার করে থাকেন। যখন কেউ মেনশন করে বা মেরিট দেয়, তখন এই বট সাথে সাথে নটিফিকেশন দেয়। আমরা সাধারন ইউজার রা এটা মূলত মেরিট নটিফিকেশন এবং মেনশন জানার জন্য ব্যাবহার করে থাকি। তবে এছাড়াও এর আরো বেশ কিছু উপকারী ফিচার রয়েছে যেটা অত্যাধিক কাজে লেগে থাকে। আমি ট্যার্রই করবো এরকম ২ টিা ফিচার নিয়ে আলোচনা করতে। এই বট সম্পর্কে যারা জানেন না, তারা এখান থেকে দেখে আসতে পারেন।

[TELEGRAM] Yet Another BitcoinTalk Notification BOT (merits, mentions, topics,+)

বাংলায় আমাদের একটা ট্রান্সলেশন আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন।
Thanks to: @naim027 for the Bengali translation.


চলুন দরকারী দুইটা ফিচার নিয়ে আলোচনা কর যাক যেটা অনেকেই জানেন না।

প্রথমেই আলোচনা করা করা যাক Tracked Boards নিয়ে।

Little Mouse ভাইয়ের এটা কাজে লাগবে বলে আশা করি।
যারা সিগনেচার ক্যাম্পেইন বা বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজ করেন, তাদের জন্য এটা অনেক ইফেক্টিভ হবে। ধরুন Gambling বোর্ড এ নতুন একটা ক্যাসিনো কোম্পানি তাদের এনাউন্সমেন্ট থ্রেড প্রকাশ করলো। যতখনে আপনি জানবেন যে নতুন একটা ক্যাসিনো এসেছে (যারা আপনার পোটেনশিয়াল ক্লাইন্ট হতে পারে), ততক্ষনে হয়তো অন্য কোনো ক্যাম্পেইন ম্যানেজার তাদের নক করে ফেলেছে এবই বিজনেস প্রপোজাল দিয়ে ফেলেছে। যখন আপনি আগে নক করবেন এবং কথা বলবেন, তখন সেই প্রজেক্ট আপনার পাওয়ার সম্বাবনা বেশি থাকবে। একই ভাবে বাউন্টি ম্যানেজার রাও বোর্ড Track করে রাখতে পারেন। যখনই কোনো ওয়েবসাইট এই বোর্ড গুলো তে এনাউন্সমেন্ট থ্রেড খুলবে, আপনি নটিফিকেশন পেয়ে যাবেন। বাউন্টি এবং ক্যাম্পেইন ম্যানেজার রা Gambling, Service Announcements  এবং Announcements (Altcoins) বোর্ড গুলো Tracked Boards এ এড করে রাখতে পারেন। অন্যান্য সকল ইউজার রা Service বোর্ড ট্র্যাক করে রাখতে পারেন। যখনি নতুন কোনো সিগনেচার ক্যম্পেইন আসবে, আপনি নটিফিকেশন পেয়ে যাবেন।

এবার কথা বলা যাক Tracked Users নিয়ে

আশা করি এটা আমাদের সকলের কাজে আসবে।
যারা বাউন্টির কাজ করেন, আপনারা চাইলে আপনার বাউন্টি ম্যানেজার কে Track করতে পারেন। আপনি যেই বাউন্টি ম্যানেজারের বাউন্টিতে কাজ করতে চান। তার আইডি Track করে রাখবেন। এখানে ২ টা অপশন আছে। একটা হলো সে যতোগুলো পোষ্ট করবে, তার সব নটিফিকেশন আসবে। আরেকটা হলো সে যখন নতুন টপিক কিয়েট করবে, তখন নটিফিকেশন আসবে। পরের টা করা উত্তম। একই ভাবে, ক্যম্পেইন ম্যানেজার গুলোর ইউজারনেম দিয়ে ট্র্যাক করে রাখতে পারেন। যখনি তিনি নতুন কোনো ক্যাম্পেইন নিয়ে আসবে, আপনি নটিফিকেশন পেয়ে যাবেন। নিচের ছবিতে আমি Little Mouse ভাইকে ট্রাক করছি।