Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 29/03/2023, 19:34:20 UTC
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏
বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ লোকাল ে পোস্ট করা হয় না বললেই চলে। তাছাড়া এখানে সিনিয়র ভাই সকল যারা প্রতিনিয়ত পোস্ট করতো তাদেরও পোস্ট সংখ্যা কমে যাচ্ছে। কমে যাবে না কেন গ্লোবাল সেকশন থেকে কেউ যদি এসে উপরের কোট করা পোস্ট যদি দেখতে পায় তাহলে তারা কি মনে করবে। কেউই এসে জীবনের প্রথম পোস্ট লিখে ফেলল কিভাবে আমি বিটকয়েনের একাউন্ট কিনতে পারবো। আমাকে কেউ একটু হেল্প করুন।
তার এই সমস্ত পোস্ট দেখলে জীবনেও আমাদের বাংলাদেশকে আলাদা বোর্ড দেবে না।