অনেকদিন যাবত বিটকয়েন মিক্সিং বিষয়টি আমার চোখের সামনে পড়ছে।
আমি আসলে জানতে চাচ্ছি যে বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে কি এটি কিভাবে কাজ করে?
বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে আপনার ফান্ডের নিরাপত্তার আরো জোরদার এবং আপনার বিটকয়েন লোকেশন অর্থাৎ ওয়ালেট অ্যাড্রেস ট্রানজেকশন ইত্যাদি আরো গোপনীয় রাখার একটা প্রক্রিয়া।
এখানে আপনি একসাথে মিক্সিং এর মাধ্যমে অ্যানোনিমাস এড্রেস থেকে একাধিক ওয়ালেটে বা একটি ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারবেন। যেহেতু বিটকয়েন সম্পূর্ণ ব্লক চেঞ্জ নির্ভর একটি প্রযুক্তি এবং ব্লক চেইনে ট্রানজেকশন দেখার জন্য সব সময় ওপেন থাকে তাই এর থেকে ট্রানজেকশন গোপনীয় করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে।
আর এটি কি অবৈধ কোন কিছু?
আর এটি অবৈধ কোন কিছু না যতক্ষণ না পর্যন্ত আপনার ফান্ড অবৈধ না । সম্প্রতি একটা বড় মিক্সার ক্র্যাক ডাউন হওয়ার ফলে অনেকেই মনে করতেছে যে এটি শুধু অবৈধ কার্যক্রম চালানো হয়। আর বলতে গেলে আমাদের বাংলাদেশে সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সিটাই তো অবৈধ।
নিচের এই থ্রেডে আপনি কিছু পপুলার বিটকয়েন মিক্সার খুজে পাবেন.
2023 List Bitcoin Mixers Bitcoin Tumblers Websites