Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 30/03/2023, 05:37:46 UTC
⭐ Merited by Popkon6 (1) ,Crypto Library (1)
আমি আসলে জানতে চাচ্ছি যে বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে কি এটি কিভাবে কাজ করে?
একেবারে সহজ ভাষায় যদি বলি তাহলে হবে এইরকম যে আপনার বিটকয়েন আমাকে দিন, আমার বিটকয়েন আপনি নিন। এতে তাহলে লাভটা কি?
বোঝার সুবিধার্থে আমরা এড্রেস এর নামকরণ করছি। আপনার এড্রেসের নাম "ক" এবং আমার এড্রেসের নাম "খ"। আপনার বিটকয়েনটক এ ইউজারনেম speedx, এটা সবাই জানে এবং ধরে নিন সবাই এটাও জানে যে speedx এর এড্রেস "ক"। এখন আপনার এড্রেসে কত বিটকয়েন আছে, সেটা কোথায় পেয়েছেন কিংবা কোথায় পাঠাচ্ছেন তা সবাই ব্লকচেইনের মাধ্যমে দেখতে পাবে। এটা নিশ্চয়ই জানেন। আপনি চাচ্ছেন কেউ আপনাকে ট্রাকিং না করুক। উদাহরন হিসেবে বলছি, ধরে নিলাম আপনি আপনার বিটকয়েন দিয়ে পর্নহাবে পেমেন্ট করবেন (ভাই, সিরিয়াসলি নিবেন না, জাস্ট মজা করেই বলা বোঝার জন্য)। আপনার বিটকয়েন দিয়ে পেমেন্ট করলে তো সবাই দেখবে আপনি পর্নহাবে পেমেন্ট করছেন। এইসব সার্ভিস কিংবা সেন্ট্রালাইজড সার্ভিসের এড্রেস পাবলিক থাকে বেশিরভাগ সময়। তো, আপনি পর্নহাবে পেমেন্ট করলে মানুষ জেনে যাবে যে speedx পর্নহাবে পেমেন্ট করছে। ব্যাপারটা নিশ্চয়ই আপনি গোপন রাখতে চাইবেন। সেক্ষেত্রে, আপনি আপনার বিটকয়েনগুলো আমাকে দিলেন। আর আমাকে নতুন একটা এড্রেস দিলেন। আমি তখন আপনাকে সমপরিমাণ বিটকয়েন পাঠিয়ে দিলাম আপনার নতুন এড্রেসে। তাহলে, speedx কে কিন্তু কেউ আর মনিটরিং করতে পারছে না। আশা করি বুঝতে পেরেছেন মিক্সিং কিভাবে কাজ করে।