Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 31/03/2023, 04:30:52 UTC
কিছুদিন আগে আমি পোস্ট করার সাথে সাথে অ্যাক্টিভিটি বাড়ছে ,কিন্তু গত কয়েক দিন ধরে আমার কোন অ্যাক্টিভিটি বাড়তেছে না ।এটা কি জন্য হতে পারে এবং কি কি করলে আমার আবার সেই আগের  মতো এক্টিভিটি হবে সিনিয়র ভাইদের পরামর্শ চাই।
এই বিষয় নিয়ে সিনিয়র ভাইয়েরা গত কয়েকদিন আগেই আলোচনা করছিলেন। আপনাকে তবুও বুঝিয়ে দিচ্ছি। প্রথম ২৮ এক্টিভিটি ২৮টা পোস্ট দিলেই বেড়ে যায়। কিন্তু ২৮ এক্টিভিটির পরে আর একটিভিটি বাড়ে না। আপনি যতই পোস্ট করবেন না কেন এক্টিভিটি বাড়বে না। ঠিক পরবর্তী নির্দিষ্ট ১৪ দিন পরে একেবারে ৪২ এক্টিভিটি হয়ে যাবে। সাধারণত প্রতি ১৪ দিন পর পর এক্টিভিটি বেড়ে থাকে।