কিছুদিন আগে আমি পোস্ট করার সাথে সাথে অ্যাক্টিভিটি বাড়ছে ,কিন্তু গত কয়েক দিন ধরে আমার কোন অ্যাক্টিভিটি বাড়তেছে না ।এটা কি জন্য হতে পারে এবং কি কি করলে আমার আবার সেই আগের মতো এক্টিভিটি হবে সিনিয়র ভাইদের পরামর্শ চাই।
খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে অ্যাক্টিভিটি কিছু দিন আগে পোস্ট করার সাথে সাথে বাড়ছে এখন কেনো বাড়ছে না 14 দিন পর পর 14 অ্যাক্টিভিটি করে বাড়ে আপনি ধরেন আপনার এখন 28 অ্যাক্টিভিটি আছে এখন যুদি আপনি পোস্ট করেন তাহলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে 14 দিন পর 14 অ্যাক্টিভিটি বাড়বে এর চেয়ে বেশি বাড়বে না কারণ 14 দিন পরে তো 14 অ্যাক্টিভিটি বাড়বেই তার পর যে আবার 14 দিন ধরে যে পোস্ট করবেন তখন আবার 14 অ্যাক্টিভিটি বাড়বে এটাই Bitcointalk এর নিয়ম করি আপনি বুঝতে পেরেছে।