আলহামদুল্লিলা ৩০ মিনিট এর চেষ্টায় খুব কষ্ট করে ক্যাপচার টি পূরণ করলাম।
যারা করতে পারেন নাই তারা আরো ট্রাই করতে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে।
এটি মূলত আইকিউ টেস্ট করার জন্য তৈরি করা হয়েছে। AI-বর্ধিত ক্যাপচা যা সমস্ত নিম্ন-আইকিউ-এর লোকদের সনাক্ত করবে। পোস্ট করার আগে ক্যাপচার পূরণ করতে হবে।
যারা ১৪ দিনের মধ্যে ক্যাপচার পূরণ করতে পারবে না। তাদের নিষিদ্ব করা হবে। তাই আমাদের বোর্ডে যারা আছি তারা এই টাকে গুরুত্বের সাথে কমপ্লিট করি। প্রথম একটু কষ্ট হলেও কিছুক্ষন চেষ্টা করলে সহজ হয়ে যায়।