সর্বোচ্চ পোস্ট করার মধ্যে এখন পর্যন্ত @Little Mouse ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো।
১. @Little Mouse ৩৮০ পোস্ট।
২. @Review Master ২৭৫ পোস্ট।
৪. @crypto Library ১৫৩ পোস্ট।
৫. @shasan ১২৪ পোস্ট।
৬. @LDL ৭৯ পোস্ট।
https://ninjastic.space/topic/631891.0 ৩. @Sammikhan ১৫৮ পোস্ট।
৭. @naim027 ৭৯ পোস্ট।
৮. @Gripson ৭০ পোস্ট।
৯. @Dtalk ৬৫ পোস্ট।
১০. @wtsimis ৬৫ পোস্ট।
উপরে উল্লেখিত 3,7,8,9,10 ইউজার গুলো বিটকয়েন ফোরামে নিয়মিত একটিভ নেই । @naim027 ভাই একটিভ থাকলেও বিশেষ কারণের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডে পোস্ট করতে চান না। @crypto Library আর মাত্র পাঁচটি পোস্ট করলে তৃতীয় অবস্থানে চলে যাবে। কেননা বর্তমানে যে তৃতীয় পজিশনে আছে সে একটিভ নাই বললেই চলে। তবে @Little Mouse, @Review Master, এই সিনিয়র ভাইয়েরা বাংলা লোকালের যখন দুরবস্থা ছিল তখন এই ভাইয়েরা নিয়মিত একটিভ থেকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের হাল ধরে রেখেছিলেন। আজ বর্তমানের এই বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল এই সমস্ত ভাইয়ের কাছে ঋণী।
যাহোক আজকে এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম আমি 6ষ্ঠ পোজিশন উঠে এসেছি । আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত একটিভ থেকে এই বাংলা লোকালের সেবা করতে পারি।