Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 02/04/2023, 15:31:32 UTC
সত্যি কথা বলতে থেমস এর আয়োজনে আমি একটুও এপ্রিল ফুল হইনি যতটা না Royse777 এর দ্বারা হয়েছি কেননা গত বছর এপ্রিলে আমি এপ্রিল ফুল হয়েছিলাম তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম ফোরামে আজকে যা ঘটবে সবকিছুই এপ্রিলফুল এর অংশ। কিন্তু Royse777 একদম ভিন্ন ধরনের নতুন কিছু করেছে আমি মনে করি ফোরামে তার এপ্রিল ফুল টাই এবার সবচেয়ে সাকসেস হয়েছে । বহুত মেম্বারদের বোকা বানাতে সক্ষম হয়েছে।  সকালে দেখলামনা দেখে মনে করেছিলাম বিষয়টি আসলেই সত্য তবে  দুপুরে আপডেট দেখে বুঝলাম এপ্রিল ফুলই।
whirlwind.money সিগ্নেচার ক্যাম্পেইন আসার পর থেকে সিনবাদ মিক্সারের পেমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ বেশিরভাগ কোয়ালিটি মেম্বার সিনবাদ থেকে whirldwind এ চলে গিয়েছিল। আর সেজন্য, আমিও গতকালকে বোকা হয়ে গিয়েছি। থিমসের এপ্রিল ফুলের সাথে আমি আগে থেকেই পরিচিত। কোনবারই আসলে বোকা হই নি কিন্তু গতকাল আমি প্রথমে এপ্রিল ফুল কমেন্ট করলেও পরে মনে হয়েছে সিনবাদ আসলেই রিলঞ্চ করছে। যাই হোক, গত কালকেরটা বোকা বানানোর জন্য হলেও, সিনবাদ নতুন করে প্ল্যান করবে, পেমেন্ট বৃদ্ধি করবে কারণ তারা অবশ্যই চাইবে না নতুন কেউ ডমিনেট করুক।
আমার কাছে কেন জানি মনে হচ্ছে whirlwind.money চিপমিক্সারের সাইট। তাদের পুরনো সাইট জব্দ হওয়ার পর নতুন সাইট শুরু করছে। যদিও আমার কাছে কোন প্রমাণ নেই, আমার সন্দেহ হচ্ছে। কেউ কি বলতে পারেন চিপমিক্সারের মালিক গ্রেফতার হয়েছে কি না? গত কয়েকদিন এইটার আপডেট আমি পড়িনি বলে কিছুই জানি না। জানলে জানাবেন।

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিউজ সম্পর্কিত সাইট কয়টি আছে কারো জানা আছে? কিংবা শুধু ক্রিপ্টোকারেন্সি ডেডিকেটেড ব্লগ সাইট?