Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 02/04/2023, 16:36:21 UTC
কোনটি আপনাকে বেশি বোকা বানিয়েছে?

প্রতি ক্যালেন্ডারে ইয়ারে এপ্রিলের ১ তারিখ জাতীয় (বাংলাদেশের ক্ষেত্রে নয়) ও আন্তর্জাতিকভাবে এপ্রিল ফুল দিবস হিসেবে পালিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশ এপ্রিলের পহেলা দিবসকে খুব জাঁকজমকভাবে এপ্রিল দিবস হিসেবে পালন করে। এক্ষেত্রে আমাদের বিটকয়েন ফোরাম পিছিয়ে নেই। কালকে ফোরামের এডমিন সহ আমাদের স্বনামধন্য ক্যাম্পেইন ম্যানেজার Royse777 বিটকয়েন ফোরামে আমাদের বিভিন্নভাবে বোকা বানিয়েছে। এডমিন স্যারের বোকা বানানোর পদ্ধতিটা ছিল একটি ক্যাপচা নির্ভর পাজল গেম (Puzzle game) যা আপনারা কালকে যারা একটিভ ছিলেন সবাই দেখতে পেরেছিলেন। ক্যাপচাতে আমরা এপ্রিলফুল হইনি যতটাই এপ্রিলফুল হয়েছি কালকের"This User Is a suspected Spammer এই লেখাটি দেখে। সত্যিই প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ফোরামে যখন একাধিক ইউজার লেখালেখি করল তখন খেয়াল করেছিলাম এটা এডমিন স্যারের এপ্রিল ফুল বানানোর একটি কৌশল মাত্র।

কিন্তু কালকে@Royse777 ক্যাম্পেইন ম্যানেজার যে পদ্ধতিতে বোকা বানিয়েছে সেটা ধরার মত কৌশল সবার ছিল কিন্তু করার মতো কিছুই ছিল না। সে এমন পদ্ধতিতে বোকা বানিয়েছে যা একদিকে বিশ্বাস করার মতো ছিল না কিন্তু অন্যদিকে না বিশ্বাস করার মতোও কিছু ছিল না।
আপনারা সবাই খেয়াল করে দেখুন Sinbad mixers প্রথম ভার্সনের ক্যাম্পেইনটি সম্পূর্ণ মুভ করে দ্বিতীয়বার পেমেন্ট সিস্টেম ইনক্রিজ (Increased) করে participants সংখ্যা বৃদ্ধি করে Relaunch করে যা বোঝার উপায় ছিল না এটি সত্যিই কি এপ্রিলফুল। তবে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুজন স্বনামধন্য সদস্য @Little Mouse @Shasan ভাই এপ্রিল ফুল হয়ে অ্যাপ্লিকেশন করেছিল।
ওই ক্যাম্পেইনটি Relaunch করার পর নয় দশ পেইজ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা পড়ে যা প্রত্যেকেই এপ্রিল ফুলের বশবর্তী হয়ে অ্যাপ্লিকেশন জমা দেয়।

উপরের দুটি পদ্ধতির মধ্যে কোনটি আপনাকে বেশি বোকা বানিয়েছে?

আমি যখন সকাল বেলায় ঘুম থেকে উঠে ফোরামে আসি তখন একটি পোস্ট করতে যাই ঠিক তখন এরকম একটি ক্যাপচা আমার সম্মুখীন হয়। এবং পরবর্তীতে আমি মনে করি হয়তো এটা কোন এক ধরনের গেমস হবে এবং তারপর আমার মনে হল আজকে এপ্রিল মাসের ১ তারিখ অবশ্যই এপ্রিল ফুল হবে অন্যান্য বছরের মতো। এবং আমি গেমস টি অনেকবার চেষ্টা করি সফল হওয়ার জন্য কিন্তু চেষ্টা ব্যর্থ হই। পরবর্তীতে যখন পোস্ট করি তখন This User Is a suspected Spammer  এই লেখাটি শো করেছিল কিন্তু এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা ছিল না।
এবং পরবর্তীতে @Royse777 Sinbad mixers ক্যাম্পেইন পুনরায় নতুন করে আরো একটি লঞ্চ করা হয় তখন আমি এটি নিয়ে ১০০% সিউর ছিলাম এটি একটি বড় এপ্রিলফুল বানানো হবে। কেননা আমি জানি এপ্রিলের 1 তারিখে যতগুলো অফারই আসুক না কেন সেটা পরবর্তীতে এপ্রিল ফুল করে উড়িয়ে দেবে। তাই আমি কোন একটিতেও বোকা হয়নি বরং সবগুলো ব্যাপারে আমার কাছে হাস্যকর বলে মনে হয়েছে।


krogothmanhattan, ৫০৭ তম ফ্রি রেফেল নিয়ে এসেছেন। অন্যসব বার কয়েন নিয়ে আসলেও এবার নিয়ে এসেছেন ফ্রি ক্রিপ্টো ডগি কার। যারা পহেলা মার্চের পূর্বে একাউন্ট করেছেন তারাই এই ফ্রি রেফেলে অংশগ্রহণ করতে পারবেন। তাই দেরি না করে অংশগ্রহণ করুন। রেফেল লিঙ্কঃ https://bitcointalk.org/index.php?topic=5446312
ভাই আপনি হয়তো এখানে নতুন এসেছেন তাই লক্ষ করেননি এর আগে আমাদের সিনিয়র ভাই @shasan এটি শেয়ার করেছিল এবং সেখান থেকে আমিও এই ফ্রী র‍্যাফেল ড্র তে অংশগ্রহণ করেছি।